× Pests & Diseases in Crops and Management Diseases in Fishes and Management Diseases in Cows and Management Diseases in Poultry and Management Vaccination Schedules Soil Sampling Method PPVFR কীটনাশক ঔষধ প্রয়োগের নিয়ম এবং সাবধানতা মাটি পরীক্ষা এবং নমুনা সংগ্রহের নিয়ম ঘরে তৈরি কীটনাশক ঔষধের প্রস্তুত এবং প্রয়োগ প্রণালী
☰ Farmer's Zone

মাটি পরীক্ষা এবং নমুনা সংগ্রহের নিয়ম

একটি নির্দিষ্ট চাষের জন্য জমিতে কত পরিমাণ সারের প্রয়োজন সেইটা নির্ভর করে জমিতে থাকা খাদ্য অনুমৌলের (nutrients) উপর । জমির খাদ্য অনুমৌলের পরিমাণ জ্ঞাত করার জন্য মাটি পরীক্ষা করা নিতান্ত প্রয়োজন।

মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা

মাটি পরীক্ষার দ্বারা মাটিতে থাকা বিভিন্ন খাদ্য অনুমৌলের পরিমাণ জানিতে পারা যায়। ইহা জানিলেই মাটিতে একটি নির্দিষ্ট শস্য উৎপাদনের জন্য কি পরিমাণ জৈবিক ও রাসায়নিক সার প্রয়োগ করা প্রয়োজন তাহা জানা যায়। আসামের মাটি অম্লযুক্ত হওয়ার জন্য চুন প্রয়োগ করতে হয়। কি পরিমাণে চুন প্রয়োগ করা দরকার তাহা মাটি পরীক্ষা করেই জানা সম্ভব।

মাটি পরীক্ষা করার কর্মটি দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি মাটির নমুনা সংগ্রহ ও দ্বিতীয়টি হচ্ছে মাটি পরীক্ষা। মাটির নমুনা সংগ্রহের কাজটি কৃষকরা নিজেরা করিতে পারেন। দ্বিতীয় কাজটি ভূমি বিজ্ঞানীরা পরীক্ষাগারে করবেন।

মাটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ

মাটি পরীক্ষার জন্য মাটির নমুনা সংগ্রহের কাজটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। মাটির সংগ্রহের কাজটি নির্ভুলভাবে করতে হয় যাতে পরীক্ষাগারে পাঠানো নমুনাটি নির্দিষ্ট কৃষিভূমির যোগ্য প্রতিনিধি হয়।

প্রয়োজনীয় সামগ্রী

(১) খুন্তি
(২) কোদাল
(৩) পলিথিন প্যাকেট
(৪) প্লাস্টিকের বালতি
(৫) কাগজ
(৬) কাঠ পেনসিল / কলম
(৭) দড়ি ইত্যাদি।

নমুনা সংগ্রহর প্রদ্ধতি সাবধনতা