Krishi Vigyan Kendra, Cachar, Assam Agricultural University

মাটি পরীক্ষা এবং নমুনা সংগ্রহের নিয়ম

একটি নির্দিষ্ট চাষের জন্য জমিতে কত পরিমাণ সারের প্রয়োজন সেইটা নির্ভর করে জমিতে থাকা খাদ্য অনুমৌলের (nutrients) উপর । জমির খাদ্য অনুমৌলের পরিমাণ জ্ঞাত করার জন্য মাটি পরীক্ষা করা নিতান্ত প্রয়োজন।

মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা

মাটি পরীক্ষার দ্বারা মাটিতে থাকা বিভিন্ন খাদ্য অনুমৌলের পরিমাণ জানিতে পারা যায়। ইহা জানিলেই মাটিতে একটি নির্দিষ্ট শস্য উৎপাদনের জন্য কি পরিমাণ জৈবিক ও রাসায়নিক সার প্রয়োগ করা প্রয়োজন তাহা জানা যায়। আসামের মাটি অম্লযুক্ত হওয়ার জন্য চুন প্রয়োগ করতে হয়। কি পরিমাণে চুন প্রয়োগ করা দরকার তাহা মাটি পরীক্ষা করেই জানা সম্ভব।

মাটি পরীক্ষা করার কর্মটি দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি মাটির নমুনা সংগ্রহ ও দ্বিতীয়টি হচ্ছে মাটি পরীক্ষা। মাটির নমুনা সংগ্রহের কাজটি কৃষকরা নিজেরা করিতে পারেন। দ্বিতীয় কাজটি ভূমি বিজ্ঞানীরা পরীক্ষাগারে করবেন।

মাটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ

মাটি পরীক্ষার জন্য মাটির নমুনা সংগ্রহের কাজটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। মাটির সংগ্রহের কাজটি নির্ভুলভাবে করতে হয় যাতে পরীক্ষাগারে পাঠানো নমুনাটি নির্দিষ্ট কৃষিভূমির যোগ্য প্রতিনিধি হয়।

প্রয়োজনীয় সামগ্রী

(১) খুন্তি
(২) কোদাল
(৩) পলিথিন প্যাকেট
(৪) প্লাস্টিকের বালতি
(৫) কাগজ
(৬) কাঠ পেনসিল / কলম
(৭) দড়ি ইত্যাদি।

নমুনা সংগ্রহর প্রদ্ধতি
  • মাটি নমুনা সংগ্রহের জন্য প্রথমেই জমিটির অবস্থান পর্যবেক্ষন করা আবশ্যক। সমগ্র জমিটির প্রতিনিধিত্ব হিসাবে একটা নমুনা সংগ্রহ করতে লাগে। এমনভাবে দশটি স্থান নিরপেক্ষভাবে চিহ্নিত করেন।
  • চিহ্নিত স্থান গুলির উপর থাকা ঘাস জঙ্গল প্রথমে কোদাল দিয়ে পরিষ্কার করে নিতে হয়।
  • ইহার পর কোদাল দিয়ে ছয় ইঞ্চি (১৫ ছেন্তিমিটার) গভীরে ইংরাজী “V” অক্ষরের মত একটি গর্ত করতে হবে।
  • খুন্তি বা কোদাল দিয়ে গর্তটির দুইদিক থেকে দুই চাকা মাটি নিয়ে প্লাস্টিকের বালতিতে ভর্ওি করা হয়।
  • এইভাবে দশটি (১০) স্থান থেকে সংগ্রহ করা মাটির নমুনা ভালভাবে হাত দিয়ে মিশিয়ে গুড়া করে নিতে হয়।
  • সংগ্রহিত মাটিতে থাকা গাছের শিকড় ইত্যাদি পরিষ্কার করে, একটি পরিষ্কার কাগজর উপর রেখে ছায়া জায়গাতে শুকানো হয়।
  • মাটিগুলি শুকানোর পরে কাগজের উপর রেখে চার (৪) ভাগে ভাগ করতে লাগে। বিপরীতমুখী দুই ভাগ ফেলে বাকী দুই ভাগ ভালো করে মিশিয়ে আবার চার (৪) ভাগ করে বিপরীতমুখী ভাগ দুটি ফেলে বাকী থাকা দুই ভাগ রাখতে হয়।
  • এইভাবে দুই তিনিবার ভাগ করার পর যখন সংগ্রহিত মাটির পরিমাণ আধা কেজির (৫০০ গ্রাম) মত হবে তখন মিশ্রিত নমুনাটি পলিথিনের প্যাকেটে ভরিয়ে রাখুন।
  • নমুনা ভর্ওি প্যাকেটের বাহিরে কাগজের উপর কাঠ পেনসিল /কলম দ্বারা একটি নামফলক লিখুন। এই নামফলকে মাটি সংগ্রহ করা জায়গার নাম, কৃষকের নাম, মাটি সংগ্রহের তারিখ, পূর্বে চাষ করা শস্যর নাম, সার প্রয়োগের বিবরণ, জলসিঞ্চনের সুবিধা ইত্যাদি তথ্য দেওয়া প্রয়োজন ।
সাবধনতা
  • কাঁদা করে রাখা জমি অথবা সার প্রয়োগ করা জমি থেকে মাটি নমুনা সংগ্রহ করা উচিত নয়।
  • যদি কৃষি ভূমি সমতল হয় তবে ১৫ বিঘা জমি থেকে একটা নমুনা সংগ্রহ করলেই যথেষ্ট ।
  • কিন্তু কৃষি ভূমি সমতল না হয় তবে উচ্চ ভূমি ও নিম্ন ভূমি দুই স্থান থেকে আলাদা ভাবে মাটির নমুনা সংগ্রহ করা উচিত।
  • বড় গাছের নিকট, গোবর জমা স্থান, খেতের বাঁধ এবং আর্বজনা রাখা স্থান থেকে নমুনা সংগ্রহ করা ঠিক নয়।