× Pests & Diseases in Crops and Management Diseases in Fishes and Management Diseases in Cows and Management Diseases in Poultry and Management Vaccination Schedules Soil Sampling Method PPVFR কীটনাশক ঔষধ প্রয়োগের নিয়ম এবং সাবধানতা মাটি পরীক্ষা এবং নমুনা সংগ্রহের নিয়ম ঘরে তৈরি কীটনাশক ঔষধের প্রস্তুত এবং প্রয়োগ প্রণালী
☰ Farmer's Zone

কীটনাশক ঔষধ প্রয়োগের নিয়ম এবং সাবধানতা

কৃষি ক্ষেত্রে চাসিরা বিভিন্ন কীটনাশক ঔষধ, পোকা এবং রোগ নিয়ন্ত্রনের জ্যনে ব্যবহার করা দেখা যায়। এই কীটনাশক ঔষধ বিষাক্ত হওয়ার কারনে এই ঔষধ ব্যবহারের সময়, কিভাবে সতর্কতা অবলম্বন করা উচিত সেইটা জানাতা অত্যান্ত প্রয়োজনীয় । কীটনাশক ঔষধ প্রয়োগর নিয়মাবলী তলাই উল্লেখ করা হল।
ক) ঔষধ প্রয়োগের আগে খ) ঔষধ প্রয়োগর সময় গ) ঔষধ প্রয়োগের পরে বেশিভাগ কৃষকরা কীটনাশক ঔষধ প্রয়োগ করার পরেই শাক সবজি বাজারে বিক্রী করা দেখা যায় যার ফলে কীটনাশক ঔষধের অবশিষ্ট আমাদের শরীরে প্রবেশ করলে সমস্যর সৃষ্টি হয়। সেই জন্য কীটনাশক ঔষধ ব্যবহার করার সময় তলে দিয়া সাবধানতা অবলম্বন করা উচিত।
• কি শস্যে কীটনাশক ঔষধ প্রয়োগ করা হচ্ছে আর এই ঔষধ বিভাগীয় ভাবে অনুমোদন হয় কি না ।
• প্রয়োগ করা ঔষধ কত শক্তিশালী।
• শস্যের ফচল ঔষধ প্রয়োগ করার কত দিন পরে খাবার উপযোগী ইত্যাদি।

কৃশক এবং সর্বসাধারন লোকের জ্ঞাতার্থে সাধারণতে ব্যবহার করা কীটনাশক বা বিজানুনাশক কয়েক ঔষধের ক্ষেত্রে শাক সবজি খাওয়ার থেকে বিরত থাকার সময় উল্লেখ করা হল।

কীটনাশক ঔষধ বেগুণ
(দিন)
ফুলকপি
(দিন)
বন্ধাকপি
(দিন)
বিলাহী
(দিন)
মটর
(দিন)
ভেন্দি
(দিন)
মালাথিয়ন -
কারবারিল ২৫ ২৫ - ৩০ - -
রগর ১৫ ১৫ ১৫ ১৫ ১৫ ১৫
থায়োডেন ১৮ ১৮
ডাই মিথোয়েট - ১০ - - -
বিজানুনাশক
ডিথেন এম-৪৫ ১৫ - - ১৫ ১৫ ১৫
বেভিষ্টিন ১৪ - - ১৪ ১৪ ১৪
থিরাম ১৪ ১৪ ১১ ১৪ ১৪ ১৪