Krishi Vigyan Kendra, Cachar, Assam Agricultural University

কীটনাশক ঔষধ প্রয়োগের নিয়ম এবং সাবধানতা

কৃষি ক্ষেত্রে চাসিরা বিভিন্ন কীটনাশক ঔষধ, পোকা এবং রোগ নিয়ন্ত্রনের জ্যনে ব্যবহার করা দেখা যায়। এই কীটনাশক ঔষধ বিষাক্ত হওয়ার কারনে এই ঔষধ ব্যবহারের সময়, কিভাবে সতর্কতা অবলম্বন করা উচিত সেইটা জানাতা অত্যান্ত প্রয়োজনীয় । কীটনাশক ঔষধ প্রয়োগর নিয়মাবলী তলাই উল্লেখ করা হল।
ক) ঔষধ প্রয়োগের আগে
  • ঔষধ ব্যবহারের আগে প্রয়োগর নিয়মাবলী ভালভাবে পঢ়ি নিয়ার দরকার এবং ডিব্বা বা পেকেটে লিখা তারিখ দেখে ঔষধের গুনাগুণ সম্পর্কে নিশ্চিত হয়ে নেন।
  • অনুমোদিত ঔষধ ব্যবহার করা উচিত।
  • ঔষধের পরিমাণ স্প্রে যন্ত্রর আয়তন অনুযায়ী হিসাব করে নিতে হয়।
  • আবশ্যক হওয়া ঔষধগুলি স্প্রে যন্ত্রই ধেলে দিবেন না
  • ঔষধগুলি একটা ছটো পাত্রে আল্প জলের সঙ্গে মিশিয়ে মিশ্রণ প্রস্তুত করে নেন।
  • প্রে যন্ত্রে আধা পর্যন্ত জল ভরিয়ে মিশ্রণটি ধীরে ধীরে স্প্রে যন্ত্রে ঢেলে ঝাক্রিয়ে নেন আর তার পরে বাকী থাকা জল পুর করি যন্ত্রে ঢেলে নিয়ে মুখটা বন্ধ করে নেন।
  • বন্ধ যন্ত্রটি ভালভাবে ঝাকরি পাম্প দিয়ে স্প্রে করার জন্য তৈয়ার রাখুন।
  • বৃষ্টি দিয়ার সম্ভবনা থাকলে স্প্রে করবেন না । প্রতি সকাল বা বিকাল বেলা স্প্রে করলে ভাল।
খ) ঔষধ প্রয়োগর সময়
  • গামছা বা কাপড় দিয়ে নাক এবং মুখ ভালভাবে ঢেকে নেন।
  • বাতাসের দিগ লক্ষ্য করে স্প্রে করুন।
  • বেশি বাতাস থাকলে স্প্রে করবেন না কিন্তু হালকা বাতাস থাকলে বাতাসের দিশায় স্প্রে করবেন।
  • স্প্রে এমন ভাবে করবেন যাতে পোর গাছ ভালভাবে ভিজে যায়।
  • ঔষধ প্রয়োগের সময় কোণো জিনিচ গ্রহণ করবেন না।
  • শরীরের কোনো জাগাই কাটা ছিরা থাকলে স্প্রেনা করাই ভাল।
গ) ঔষধ প্রয়োগের পরে
  • স্প্রে যন্ত্রে থেকে যাওয়া আবশিষ্ট ঔষধের মিশ্রণগুলি দূরে ফেলানোর দরকার।
  • স্প্রে যন্ত্রটি ভালভাবে পরিষ্কার করে রাখবে।পুকুর, কুওয়া ইত্যাদির পারে স্প্রে যন্ত্র ধোওয়ার পরা বিরত থাকবে।
  • ঔষধ শেষ হওয়ার পরে ডিব্বা বা বটল গভীর গাত করে পুতে রাখুন।
  • ঔষধ প্রয়োগের পরে ভালভাবে হাত,পাও এবং গা সাবান দিয়ে ধুয়ে নিবে।
  • ঔষধের ডিব্বা বা বটল ছটো চেলে মেয়ে র থেকে দূরে রাখবেন।
বেশিভাগ কৃষকরা কীটনাশক ঔষধ প্রয়োগ করার পরেই শাক সবজি বাজারে বিক্রী করা দেখা যায় যার ফলে কীটনাশক ঔষধের অবশিষ্ট আমাদের শরীরে প্রবেশ করলে সমস্যর সৃষ্টি হয়। সেই জন্য কীটনাশক ঔষধ ব্যবহার করার সময় তলে দিয়া সাবধানতা অবলম্বন করা উচিত।
• কি শস্যে কীটনাশক ঔষধ প্রয়োগ করা হচ্ছে আর এই ঔষধ বিভাগীয় ভাবে অনুমোদন হয় কি না ।
• প্রয়োগ করা ঔষধ কত শক্তিশালী।
• শস্যের ফচল ঔষধ প্রয়োগ করার কত দিন পরে খাবার উপযোগী ইত্যাদি।

কৃশক এবং সর্বসাধারন লোকের জ্ঞাতার্থে সাধারণতে ব্যবহার করা কীটনাশক বা বিজানুনাশক কয়েক ঔষধের ক্ষেত্রে শাক সবজি খাওয়ার থেকে বিরত থাকার সময় উল্লেখ করা হল।

কীটনাশক ঔষধ বেগুণ
(দিন)
ফুলকপি
(দিন)
বন্ধাকপি
(দিন)
বিলাহী
(দিন)
মটর
(দিন)
ভেন্দি
(দিন)
মালাথিয়ন -
কারবারিল ২৫ ২৫ - ৩০ - -
রগর ১৫ ১৫ ১৫ ১৫ ১৫ ১৫
থায়োডেন ১৮ ১৮
ডাই মিথোয়েট - ১০ - - -
বিজানুনাশক
ডিথেন এম-৪৫ ১৫ - - ১৫ ১৫ ১৫
বেভিষ্টিন ১৪ - - ১৪ ১৪ ১৪
থিরাম ১৪ ১৪ ১১ ১৪ ১৪ ১৪